ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় ৪ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
সিংড়ায় ৪ মাদকসেবীর কারাদণ্ড

নাটোর: নাটোরের সিংড়া পৌর এলাকায় চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান এই আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- পৌর শহরের কাঁটাপুকুরিয়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন (৩০), নিংগইনের ফজলের ছেলে লালচাঁদ (২৫), একই গ্রামের আব্দুল বারেকের ছেলে মিলন (২৮) ও আলতাব হোসেনের ছেলে রাকিব আলী (২২)।

এদের মধ্যে দু’জনকে এক মাস করে এবং দু’জনকে দুই মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার সকালে পৌর শহরের নিংগইন আদর্শগ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় এলাকার চিহ্নিত চার মাদকসেবীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে আট পুরিয়া গাঁজা জব্দ করা হয়। পরে দুপুরের তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করলে বিচারক তাদের ভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।