সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে তাদেরকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা।
সরোয়ারের ছেলে ইশরাক জাহান জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়।
পরে বাসটি মিরপুর ১ নম্বরে এলে অচেতন অবস্থায় তাদেরকে নামিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সরোয়ার জাহানের স্ত্রী শবনম আক্তার তাদের দু’জনকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
শবনম আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামীর কাছে বেতনের ৮০ হাজার টাকা ছিল, তা পাওয়া যয়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, তাদের দু’জনকে পাকস্থলি পরিস্কার করে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এজেডএস/এএসআর