সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ফলে বিকেল ৪টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টায় উপাচার্যের বাসভবনে একটি কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে -এমন খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরিবহন মার্কেটের সামনে থেকে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের নেতৃত্বে মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।
পরে সেখানে প্রার্থীরা এলে পরীক্ষা হবে না জানিয়ে তাদের চলে যেতে বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, প্রশাসন নিজেদের সুবিধামতো চাকরিতে ঢোকার বয়সসীমা বাড়াচ্ছে, আবার কমাচ্ছে। বিএনপি-জামায়াতের প্রার্থীদের নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছে। তারা দুইদিন আগে মোবাইল ফোনে মেসেজ দিয়ে সোমবার নিয়োগ পরীক্ষার দিন ধার্য করে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
তিনি আরো বলেন, প্রশাসনের মেয়াদ আর মাত্র ২১ দিন আছে, শেষ সময়ে অনিয়ম করে কোনো নিয়োগ প্রক্রিয়া চালাতে দেওয়া হবে না।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের একজন কর্মকর্তা পদে গত বছরের ১৫ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। আবেদনের শেষ তারিখ ছিল ৫ জানুয়ারি। আবেদন যাচাই-বাছাই শেষে ছয়জনকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়। সোমবার বিকেলে তাদের মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।
রাবি উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে ৩৫ হাজার শিক্ষার্থী, দেড় হাজার শিক্ষক, সাড়ে তিন-চার হাজার কর্মকর্তা। অথচ বহিরাগতরা এসে এখানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কমিউনিটির সদস্যদের মদদ ছাড়া এটা কোনোভাবে সম্ভব ছিল না। বিশ্ববিদ্যালয়ের কারা তাদের মদদ দিচ্ছে, তা এখন দেখার বিষয়।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসআই