ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লালবাগে কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ বাশারের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
লালবাগে কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ বাশারের মৃত্যু

ঢাকা: রাজধানীর লালবাগে মিষ্টির দোকানে কম্প্রেসার মেশিন বিস্ফোরণে দগ্ধ রিকশাচালক আবুল বাশার (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানান বার্ন ইউনিটের ডা. পার্থ শংকর পাল।

তিনি জানান, বাশারের শরীরের ৮০ শতাংশ পোড়া ছিলো।

মৃত্যুর সময় পাশে ছিলেন বাশারের স্ত্রী ইয়াসমিন। তিনি জানান, তারা লালবাগ কেল্লার মোড় এলাকায় থাকেন। তিন সন্তানের জনক বাশারের সংসার চলতো রিকশা চালিয়ে। বাশারের গ্রামের বাড়ি ফরিদপুরে।

**শোরুমে কমপ্রেসার মেশিন বিস্ফোরণেই দগ্ধ হন আটজন

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এজেডএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।