ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে মোবাইল ফোন ছিনতাই

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
নবাবগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে মোবাইল ফোন ছিনতাই  নবাবগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে মোবাইল ফোন ছিনতাই

নবাবগঞ্জ, ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আবির সাহা (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে তার মোবাইল ফোন ছিনতাই করেছে বখাটে নাজমুল (২০) ও তার সহযোগীরা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদর কলাকোপা রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আবির ওই গ্রামের নিতাই সাহার ছেলে।

তিনি স্থানীয় ডিএন কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, বিকেলে একই এলাকার বখাটে নাজমুলের ফোন কল পেয়ে আবির বাড়ি থেকে বের হন। পরে তার সঙ্গে গোপন কথা আছে বলে তাকে একই  এলাকার শিক্ষক সুরেন্দ্র চন্দ্র সাহার পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান নাজমুল। সেখানে নিয়ে নাজমুল ও তার সহযোগীরা আবিরের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। এরপর তারা তাকে ছুরি দিয়ে কোপান এবং গলা কেটে হত্যার চেষ্টা করেন। এসময় আবিরের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহমেদ বাংলানিউজকে জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।