সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অাখাউড়া পৌর এলাকার দূর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ দূর্গাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার বাংলানিউজকে জানান, সন্ধ্যায় দূর্গাপুর এলাকায় একটি মোটরসাইকেল পথচারী ইধন খাঁকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটিকে অাটক করেছে। তবে এর আগেই চালক পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসআই