সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বাচ্চু জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
মামলার বিবরণীতে জানা যায়, ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে তার সহযোগীরা ২০১৬ সালের ৮ জানুয়ারি (শুক্রবার) রাতে পদুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যুবলীগ নেতা জামালকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় ইসমাইল হোসেন বাচ্চুকে প্রধান আসামি করে ২৮ জনের নামে হত্যা মামলা করা হয়। ওই মামলায় বাচ্চু প্রথমে উচ্চ আদালত থেকে, মেয়াদ শেষ হলে উচ্চ আদালত থেকেও জামিন নেন। তবে নিয়মিত হাজিরা না দেওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এদিন (সোমবার) তিনি আদালতে আত্মসমর্পন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এটি