মাদক বিক্রেতা মো. মামুন শেখ
রাজবাড়ী: রাজবাড়ী জেলার পাঁচুরিয়া ইউনিয়ন থেকে মো. মামুন শেখ (২৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছে থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের কোনাইল গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মামুন ওই গ্রামের মো. বাচ্চু শেখের ছেলে।
রাজবাড়ী ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, সংশ্লিষ্ট আইনে মামুনের নামে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।