ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

তালায় নছিমন-ট্রলি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
তালায় নছিমন-ট্রলি সংঘর্ষে নিহত ১

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় নছিমন ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে আকিমুদ্দিন গাজী নামে এক নছিমন চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তালা সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকিমুদ্দিনের বাড়ি উপজেলার মুড়কুলিয়া গ্রামে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে তালা সরকারি কলেজ এলাকায় মাটি বহনকারী একটি ট্রলি ও নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নছিমন চালক আকিমুদ্দিন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।