ডাস্টবিনে কার্টনের ভেতরে নবজাতকের মরদেহ
সাভার (ঢাকা): সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সিটি সেন্টারের সামনে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওই ডাস্টবিনে কার্টনের মধ্যে নবজাতকের মরদেহটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ ডাস্টবিনকে ঘিরে কৌতুহলী জনতার জটলা তৈরি হয়।
ভিড় ক্রমান্বয়ে বাড়তে থাকলে কাছে গিয়ে দেখা যায়, এর ভেতরে বিস্কুটের কার্টনের মধ্যে একটি নবজাতকের মরদেহ।
এদিকে বিষয়টি দেখে কৌতুহলী লোকজন কেউ ছবি তুলছেন, কেউ পাশ থেকে বিভিন্ন মন্তব্য করছেন। কেউবা আবার নবজাতটির মাকে পাষাণ, ডাইনি, হতভাগী; কেউবা চরিত্র নিয়ে মন্তব্যও বাদ দিচ্ছেন না।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।