ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ২

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মর্তুজা আলী সরকার (৪৩) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ঘটনাস্থলে ও শাহীন মিয়া (২৫) নামের অপর এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার লক্ষ্মীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মর্তুজা আলী উপজেলার মাইজবাগ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, মোটরসাইকেলযোগে মাইজবাগ থেকে ইউনিয়ন পরিষদ হয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।  

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রোকনুজ্জামান জানান, দুর্ঘটনায় ইউপি সদস্য ঘটনাস্থলেই মারা যান। আর আহত শাহীনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।