নাটোর: নাটোর সদর উপজেলার ফুলতলা ও তেলকুপি এলাকায় আগুন লেগে দু’টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
নাটোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা রইচ উদ্দিন বাংলানিউজকে জানান, রাত ১১টার দিকে ফুলতলা এলাকার বাদলী বেগম (৬০) ও রাত ১২টার দিকে তেলকুপি এলাকার নাজমুল ইসলামের (৪৬) রান্না ঘরের জ্বলন্ত চুলা থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ওই দুই স্থানে গিয়ে আগুন নেভায়।
কিন্তু ততক্ষণে কাপড়-চোপড়, চাল, ডাল, টিন, আসবাবপত্র ও নগদ টাকাসহ ঘর দু’টি পুড়ে ছাই হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
আরবি/এসআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।