মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরেশের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মালতিনগর এলাকায়।
সিরাজগঞ্জ কারাগারের সুপার আল মামুন বাংলানিউজকে জানান, মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সাজার আদেশ পেয়ে গেলো বছরের ২৭ ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন পরেশ। শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার ভোরে তার অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
আরবি/এসআই