মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডাদেশ প্রাপ্ত জাবেদ উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আব্দুল আলীর ছেলে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে সুন্দ্রাটিকি গ্রামে অভিযান চালিয়ে জাবেদকে আটক করা হয়।
পরে মঙ্গলবার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এজি