ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনার ৩৩ বছর পূর্তিতে র‌্যালি ও সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
বরগুনার ৩৩ বছর পূর্তিতে র‌্যালি ও সভা বরগুনার ৩৩ বছর পূর্তিতে র‌্যালি ও সভা

বরগুনা: বরগুনা জেলার ৩৩ বছর পূর্তি উপলক্ষে জেলা প্রশাসন ও সরকারি দপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতে বরগুনার ঐতিহ্যবাহী স্থানের উপর একটি উপস্থাপনা করা হয়। এরপরে কেক কাটার মধ্য দিয়ে বরগুনা জেলার ৩৩ বছর পূর্তি উদযাপন শুরু করা হয়।

বরগুনা জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা  আইসিটি) মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল্লাহ্, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, পৌর মেয়র মো. শাহাদাত হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নাহার মুন্নি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রশিদ, এনজিও ফোরামের সভাপতি আ. মোতালেব মৃধা প্রমুখ।
এ সময় বরগুনার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।