ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে গণপরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
সাভারে গণপরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রীরা সাভারে গণপরিবহন সংকট-ছবি-বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলছে গণপরিবহন সংকট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে এ অবস্থা লক্ষ্য করা গেছে।

সকালে মহাসড়কের রেডিও কলোনি, সাভার বাজার বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে যাত্রীদের জটলা দেখা যায়।

দেশব্যাপী একযোগে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ায় এ দূরাবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

কেউ কেউ উপায় না দেখে পায়ে হেঁটেই গন্ত্যব্যের দিকে রওনা হয়েছেন। পোশাক শ্রমিক, স্কুল-কলেজগামী শিক্ষ‍ার্থীরা পড়েছেন চড়ম দুর্ভোগে।

সাভার-আব্দুল্লাহপুর রুটের একটি বাসের হেলপার শামীম বাংলানিউজকে বলেন, “আজ আমাগো নেতারা ধর্মঘট ডাকছে। কোনো পরিবহন চলবো না, তাই রাস্তায় গাড়ি কম। ”

সাভারে গণপরিবহন সংকট-ছবি-বাংলানিউজরউফুন আলম নামে ঢাকাগামী এক যাত্রী অভিযোগ করে বলেন, “কোনো কথা ছাড়াই রাস্তায় গাড়ি বন্ধ করে দিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। অফিসে আজ জরুরি মিটিং আছে। সকাল থেকে দাঁড়িয়ে আছি কোনো বাস নেই। ”

সকাল থেকে পরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি চিত্র দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে পরিবহনের সংখ্যা বাড়তে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।