ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় ইমরান হোসেন (২২) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ইমরান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কলতাপাড়া গ্রামের মৃত আ. আলীমের ছেলে।

নিহতের ফুফাতো ভাই জহিরুল ইসলাম জানান, ইমরান পিকআপভ্যান চালাতো। ভোরে পিকআপটি চালিয়ে কাজলা পেট্রোল পাম্পের সামনে আসলে চাকা নষ্ট হয়ে যায়।

রাস্তায় দাঁড়িয়ে চাকা মেরামতের সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান চাপা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) ইউনুস মোল্লা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। চালককে আটক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এজেডএস/আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।