ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় এলজি ও গুলিসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
হাতিয়ায় এলজি ও গুলিসহ আটক ১

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালি বাজারে অভিযান চালিয়ে এলজি ও গুলিসহ জামশেদ হোসেন হৃদয় (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জামশেদ উপজেলার জাহাজমারা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে ওছখালি বাজারে অভিযান চালিয়ে জামশেদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে মঙ্গলবার ভোরে সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, হৃদয় চট্টগ্রামে থাকেন। কয়েকদিন আগে হৃদয়সহ তিন দস্যু ডাকাতির উদ্দেশে হাতিয়ায় আসেন।

এ ঘটনায় আটক হৃদয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।