মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের বড় হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গ্যাসের দাম না বাড়ানোর দাবিতে বামপন্থী দলগুলো যে হরতাল ডেকেছে বিএনপি তাতে সমর্থন দিয়েছে।
একই মঞ্চে নৌ পরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান বলেন, বিএনপির হরতাল হচ্ছে মানুষ খুনের হরতাল। ২০১৪ সালে হরতালের নামে জ্বালাও পোড়াও কর্মসূচি দিয়ে শত শত মানুষ পুড়িয়েছে খালেদা জিয়া। তাদের হত্যার বিচার করতে হবে।
‘একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড।
আয়োজক সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
জেডএফ/আরআইএস/আরআই