ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘নির্বাচন করলে বলেন, দ্বিমুখী আচরণ করবেন না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
‘নির্বাচন করলে বলেন, দ্বিমুখী আচরণ করবেন না’ অনুষ্ঠানে অতিথিরা/ ছবি: শাকিল- বাংলানিউজ

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, ‘বিএনপি সবসময় দুই দিকে থাকতে চায়। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা নির্বাচনও করতে চান আবার বিপক্ষে কথাও বলেন। যদি নির্বাচন করতে চান, সেটা বলেন। নির্বাচন উন্নত দেশের মতো করেই হবে। কিন্তু দ্বিমুখী আচরণ করবেন না।’

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের বড় হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গ্যাসের দাম না বাড়ানোর দাবিতে বামপন্থী দলগুলো যে হরতাল ডেকেছে বিএনপি তাতে সমর্থন দিয়েছে।

কিন্তু এ হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে।

একই মঞ্চে নৌ পরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান বলেন, বিএনপির হরতাল হচ্ছে মানুষ খুনের হরতাল। ২০১৪ সালে হরতালের নামে জ্বালাও পোড়াও কর্মসূচি দিয়ে শত শত মানুষ পুড়িয়েছে খালেদা জিয়া। তাদের হত্যার বিচার করতে হবে।

‘একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড।
 
আয়োজক সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের নেতাকর্মীরা।
 
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
জেডএফ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।