ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কলেজছাত্রী খুনের ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
কলেজছাত্রী খুনের ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ কলেজছাত্রী খুনের ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সরকারি কলেজের মেধাবী ছাত্রী ইতি চাকমার খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে ওই কলেজের শতশত ছাত্র-ছাত্রী।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে খাগড়াছড়ি প্রেসক্লাব ঘুরে শহরের শাপলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উৎপল ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিবেক চাকমা, নুইসাচিং মারমা, অরিন্ধম কৃঞ্চ দে, জেসিন চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা ৭২ ঘণ্টার মধ্যে ইতি চাকমার খুনের ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ার উচ্চারণ করেন।

এদিকে, একই দাবিতে জেলার দীঘিনালায় বিক্ষোভ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকায় খুন হয় কলেজছাত্রী ইতি চাকমা। ইতি চাকমা জেলার দীঘিনালা উপজেলার ছনখোলাপাড়ার মৃত অন্ত্ররেন্দ্রীয় চাকমার মেয়ে। ইতি ভগ্নিপতির ভাড়া বাড়িতে থেকে কলেজে পড়াশোনা করতেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত যেই হোক না কেনো তদন্ত করে আটকের করা হবে।

বাংলাদেম সময়: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।