মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বন্ধুকভাঙা ইউনিয়ন কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার রাকেশ চাকমা প্রমুখ।
চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা বাংলানিউজকে বলেন, আমার ইউনিয়নের পক্ষ থেকে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির অধিনে ছয় মেট্রিক টন (৬৯০ কেজি) চাল বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে দু’বছর মেয়াদী এ প্রকল্প চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
আরবি/