ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় হুজি সদস্যের ৩ দিনের রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
চুয়াডাঙ্গায় হুজি সদস্যের ৩ দিনের রিমান্ড

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিনের (র‌্যাব) হাতে আটক হওয়া রকিবুল ইসলাম নামে হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্যের দ্বিতীয়বারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আমলী দামুড়হুদা আদালতে রকিবুলকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগেও তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

২৮ জানুয়ারি সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে আব্দুল্লাহ আল মামুন ও রকিবুল ইসলাম নামে দুই হুজি সদস্যকে আটক করে র‌্যাব-৬। এসময় তাদের কাছ থেকে জঙ্গিবাদী বই ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।