ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে হরকাতুল জিহাদের দুই সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
রাজশাহীতে হরকাতুল জিহাদের দুই সদস্য আটক

রাজশাহী: রাজশাহীতে হরকাতুল জিহাদের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৫-এর সদস্যরা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, হরকাতুল জিহাদ সদস্য আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ মণ্ডল (৩৫) ও বুলবুল রহমান ওরফে বাবু (২২)।

এর মধ্যে মাসুদ মণ্ডলের বাড়ি মাগুরা। আর বাবুর বাড়ি সাতক্ষীরায়।

র‌্যাব-৫-এর স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিম জানান, আটকরা হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য। কথিত জিহাদে উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্নস্থানে সাংগঠনিক প্রশিক্ষণও নিয়েছেন। তাদের অস্ত্র চালনোর প্রশিক্ষণও আছে। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের  র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র‌্যাব-৫-এর এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।