মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, হরকাতুল জিহাদ সদস্য আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ মণ্ডল (৩৫) ও বুলবুল রহমান ওরফে বাবু (২২)।
র্যাব-৫-এর স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিম জানান, আটকরা হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য। কথিত জিহাদে উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্নস্থানে সাংগঠনিক প্রশিক্ষণও নিয়েছেন। তাদের অস্ত্র চালনোর প্রশিক্ষণও আছে। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র্যাব-৫-এর এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসএস/আইএ