মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন-যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের রমেছা বেগম (২৮), বগুড়ার পুকুরপোতা গ্রামের সারমিন খান (২০) তার মেয়ে ফারজানা খান (৪)।
জানা যায়, দুই বছর আগে পাচারকারীদের খপ্পড়ে পড়ে তারা সীমান্ত পথে ভারতে যায়। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে অদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের কাছে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, ফেরত আসা তিনজনকে আইনি প্রক্রিয়া শেষে পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এজেডএইচ/এনটি/আরএ