ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
পিরোজপুরে ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মাদক মামলায় দুই মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এ সময় মো. শফিকুল ইসলামকে (২৪) দশ বছরের কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং মো. জাফর হাওলাদারকে (২৫) পাঁচ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় দেন।

দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে শফিকুল পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের চাঁন মিয়া কাজীর ছেলে ও জাফর একই উপজেলার চরখালী এলাকার সুলতান হাওলাদারের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি শফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) একটি দল পৃথক অভিযান চালিয়ে ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রাম থেকে শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ ও উপজেলার চরখালী এলাকা থেকে জাফরকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে।

পরে র‌্যাবের ডিএডি আবু হোসেন ওই দিন রাতেই বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ১২ মার্চ পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ শুনানি শেষে দুপুরে আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।