মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান।
তিনি বাংলানিউজকে জানান, শুল্কমুক্ত সুবিধায় তিনি (স্টিফান প্রিজনার) গাড়ি এনে স্থানীয় ননপ্রিভেলজড পারসনের কাছে বিক্রি করেন।
তিনি আরো জানান, এতে তার ব্যক্তিগত লাভের বিষয়টি প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। অপরদিকে তার ব্যবহৃত গাড়িটি শুল্ক গোয়েন্দা জব্দ এবং তদন্ত শুরু করেছে। প্রিজনার বর্তমানে উজবেকিস্তানে একই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসজে/এসএইচ