৬ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, এই নির্বাচনে সুনামগঞ্জের সুনাম ধরে রাখতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পুলিশ সুপার হারুন অর রশীদ, ২৮ বিজিবি উপ-অধিনায়ক মেজর মাহবুবুল আলম ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, র্যাব, বিজিবি, ও পুলিশের কর্মকর্তাসহ জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
আরএ