ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ক‍ুনিও হোসি হত্যার রায় দ্রুত বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ক‍ুনিও হোসি হত্যার রায় দ্রুত বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত আইনমন্ত্রী আনিসুল হক

ঢাকা: জাপানি নাগরিক ক‍ুনিও হোসি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে। এটিও বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে খুনের মামলা শেষ করার একটি উজ্জ্বল উদাহরণ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক একথা বলেন।

তিনি বলেন, আশা করি বিচারিক আদালতে যে গতি এসেছে তা ধরে রাখলে মামলার জট হবে না।

এ রায়ের মাধ্যমে যে উদাহরণ সৃষ্টি হলো তাতে দেশে বিলম্ব বিচারের সংস্কৃতি দূর হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করছি এভাবে প্রতিটি মামলায় নজর দেওয়ার। সাধারণ মানুষের মামলাগুলো যেন দ্রুত শেষ হয়  তা নিশ্চিত করতে এগুলোকে টেস্ট কেস হিসেবে ব্যবহার করছে।

মন্ত্রী বলেন, নজরদারিতে থাকলে মামলা দ্রুত শেষ হয়। আমরা তদন্তে কোনো হস্তক্ষেপ করি না, কারণ আমরা চাই যারা দোষী তারাই আদালতের কাঠগড়ায় দাঁড়াক। সঠিক তদন্তের জন্য আমরা তদন্ত সংস্থাগুলোকে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করছি।

সারাদেশে পরিবহন ধর্মঘটের ব্যাপারে মন্ত্রী বলেন, রায়ের প্রেক্ষাপটে পরিবহন ধর্মঘট দুঃখজনক।

তিনি পরিবহন নেতাদের বলেন, আপনাদের বক্তব্য থাকলে আদালতে দিতে পারেন। জনগণকে কষ্ট না দিয়ে আদালতে বলেন।

পরিবহন ধর্মঘটের কারণে আদালত অবমামনা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আদালতের বিবেচ্য বিষয়।

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার জীবিত ছয় আসামির মধ্যে অন্যজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এমইউএম/আরআর/এএ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।