ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সংসদে বিল পাস

আনসার সদস্যদের চাকরি ছয় বছরেই স্থায়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
আনসার সদস্যদের চাকরি ছয় বছরেই স্থায়ী

জাতীয় সংসদ ভবন থেকে: এখন থেকে ছয় বছরেই আনসার সদস্যদের চাকরি স্থায়ী করা হবে। আগে ৯ বছরে চাকরি স্থায়ী করার বিধান ছিল। ওই বিধান পরিবর্তন করে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন-২০১৭ নামে বিলটি পাস হয়েছে।

বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিলটি পাসের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব উত্থাপন করেন মো. ফখরুল ইমামসহ বিরোধীদল জাতীয় পার্টির সদস্যরা।

কিন্তু কণ্ঠভোটে সেই প্রস্তাব নাকোচ হয়ে যায়। পরে সর্বসম্মতিতে বিলটি পাস হয়।
 
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, আনসার ও ভিডিপি সংগঠনে মোট পদের সংখ্যা ১৫ হাজার ৭৬৪টি। বিদ্যমান আইনের ৬ (ক) ধারার বিধান বলে ১৪ হাজার ৫৩২টি পদ পূরণ করা সম্ভব হয়েছে। এখনও এক হাজার ২৩২টি পদ শুন্য রয়েছে।
 
আরও বলা হয়, আইনের ৬ (ক) ধারায় ৯ বছরে চাকরি স্থায়ী করার কথা বলা হয়েছে। কিন্তু অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দুই বছরে চাকরি স্থায়ী করার বিধান রয়েছে। এই অবস্থায় শুন্য পদ পূরণে ৬ বছরে আনসার সদস্যদের চাকরি স্থায়ী করতে এই বিল আনা হয়েছে।
 
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এর আগে গত ৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে বিলটি নীতিগত অনুমোদন দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।