মঙ্গলবার (২৮ ফেব্রয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ প্রাপ্ত রবিন চনপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সবজেল মিয়া বাংলানিউজকে জানান, রবিন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে রবিনকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এজি/আরআই