ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ১৫ মণ জাটকা জব্দ, ৩ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
চাঁদপুরে ১৫ মণ জাটকা জব্দ, ৩ জনের জরিমানা

চাঁদপুর: চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। এ সময় সেখান থেকে আটক তিন শ্রমিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন।

অর্থদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-ফারুক, দেলোয়ার হোসেন ও মো. আলী খান।

এদের মধ্যে ফারুক ও দেলোয়ার হোসেনকে পাঁচ হাজার টাকা করে এবং মো. আলী খানকে তিন হাজার টাকা জরিমানা করেন।

নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুল কাইয়ুম বাংলানিউজকে বলেন, জব্দকৃত জাটকাগুলো জেলা প্রশাসকের নির্ধারিত কোল্ড স্টোরেজে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।