ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে সহকারী পুলিশ সুপার সার্কেল অফিস উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
রায়পুরে সহকারী পুলিশ সুপার সার্কেল অফিস উদ্বোধন রায়পুরে সহকারী পুলিশ সুপার সার্কেল অফিস উদ্বোধন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে নবগঠিত সহকারী পুলিশ সুপার সার্কেল অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই অফিস উদ্বোধন করেন।

রায়পুর ও রামগঞ্জ থানার আইনশৃঙ্খলা কার্যক্রম তদারকি করবে এ সর্কেল অফিস।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. নোমান।

বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য লায়ন এম আউয়াল এবং সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ।

পরে, লক্ষ্মীপুর পৌর শহরের মেঘনা রোডে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।