মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক প্রতিবন্ধীকে চিকিৎসাসেবা দেয়া হয়।
এসময় বিনামূল্যে ওষুধ ও ফিজিওথেরাপিসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেয়া হয়।
ক্যাম্পে চিকিৎসক হিসেবে সহযোগিতা করেন কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন মাসুদ, মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. রেদওয়ান ফেরদৌস সজিব, ডা. মাসুদা আক্তার মোহনা ও ফিজিওথেরাপিস্ট মো. গাওসুল আজম।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসআই