ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে প্রতিবন্ধীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
কুড়িগ্রামে প্রতিবন্ধীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কুড়িগ্রামে প্রতিবন্ধীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচ এর শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক প্রতিবন্ধীকে চিকিৎসাসেবা দেয়া হয়।

এসময় বিনামূল্যে ওষুধ ও ফিজিওথেরাপিসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেয়া হয়।

ক্যাম্পে চিকিৎসক হিসেবে সহযোগিতা করেন কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন মাসুদ, মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. রেদওয়ান ফেরদৌস সজিব, ডা. মাসুদা আক্তার মোহনা ও ফিজিওথেরাপিস্ট মো. গাওসুল আজম।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।