মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল ইসলাম এই জরিমানা করেন।
অর্থদণ্ডাদেশ হলেন-শহরের চাঁদনগর এলাকার ওমর আলীর ছেলে মিজানুর রহমান (৩২), হাজারীহাট বসুনিয়াপাড়ার ছবির উদ্দিনের ছেলে জাকির হোসেন (৪৫) ও নিয়ামতপুরের ডাঙ্গাপাড়া এলাকার মনির উদ্দিনের ছেলে আমিনুর রহমান (৪৫)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবন করায় তিনজনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় তাদের জরিমানা করে ছেড়ে দেন বিচারক।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসআই