মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নগরের বান্দরোডস্থ হোটেল গ্রান্ডপার্কের সাউথ গেটবল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট খুলনার আয়োজনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
খুলনা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার কে এম অহিদুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- খুলনার কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার ড. আ. মন্নান শিকদার।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- সহকারী কমিশনার কাস্টমস মো. রেজাউল হক, যুগ্ন কর কমিশনার কাজী ফরিদ উদ্দিন ও বরিশাল চেম্বার্স অব কমার্স সহকারী পরিচালক আকতার হোসেন।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এমএস/এনটি