ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নারীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
রাজধানীতে নারীর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে সোনিয়া জাহান (২৭) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আত্মহত্যার বিষয়টি জানার পর পরিবারের লোকজন সোনিয়াকে ইউনাইটেড হাসপাতালে নেয়। বেলা ১১টার দিকে হাসপাতাল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেয়।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, ওই নারী বারিধারা ডিওএইচএস এলাকার একটি ফ্ল্যাটে স্বামী ফরহাদ হোসেনের সঙ্গে থাকতেন। পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার ভোরে বাসার একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেন।

খবর পেয়ে ওই হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয় তদন্তের রিপোর্ট হাতে এলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এজেডএস/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।