ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের বেলগাছি রেলস্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে আকতার হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আকতার বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে।

নিহতের শ্যালক রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, আকতারের দুইবার ব্রেইন স্ট্রোক হয়। এ কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। অসুস্থ হওয়ার পর থেকে আকতার বেলগাছির খোশবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।

বিকেলে আখতার বেলগাছি রেলস্টেশনের কাছে একটি দোকান থেকে চা খেয়ে আছরের নামাজ পড়ার উদ্দেশে রেললাইন পার হচ্ছিলেন আকতার। এ সময় ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে আসা ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন মজুমদার বাংলানিউজকে জানান, এ ঘটনায় বেলগাছি রেল স্টেশন মাস্টার আ. গফুর বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।