ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

কুড়িগ্রাম: কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসিরউদ্দীন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ শপথ বাক্য পাঠ করান।

দুর্নীতি প্রতিরোধ সততা সংঘের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত খাতা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিশন (দুপ্রক)।

কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- দুদকের রাজশাহী বিভাগের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সামউল হক নান্টু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন-অর-রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।