মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন, মেহেদী হাসান, সাফিউল, আতিকুর রহমান, বাপ্পী ও সাব্বির।
ওসি-তদন্ত আসলাম আলী জানান, সকাল থেকে কোয়ালীপাড়া এবতেদায়ি মাদ্রাসায় শিবিরকর্মীরা গোপন বৈঠক করছে- এমন সংবাদ পেয়ে বেলা ১০টার দিকে সেখানে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সেখান থেকে পাঁচ শিবিরকর্মীকে আটক করা হয়। পরে মাদ্রাসার কক্ষে তল্লাশি করে ১০টি বাঁশের লাঠি, কিছু লিফলেট, জিহাদে উদ্বুদ্ধকরণ ১২টি বই ও শিবির কর্মীদের ব্যক্তিগত রিপোর্ট ডায়েরি জব্দ করা হয়।
এ ঘটনায় শিবিরকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন বলেও জানান আসলাম আলী।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এমবিএইচ/আইএ