রাজবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) খান বেল্লাল হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে ওই গৃহবধূ (১৯) তার স্বামীর সঙ্গে হেঁটে জেলা শহরের ১নং রেলগেট দিয়ে রাজবাড়ী বাজারে যাচ্ছিলেন। তারা রেলগেট এলাকার হাবিব ফার্মেসির সামনে পৌঁছালে রবিন ওই গৃহবধূকে ধাক্কা দিয়ে উত্ত্যক্ত করতে থাকে।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রবিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। বিকেলে রবিনকে আদালতের মাধ্যেমে জের হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এনটি