ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে গৃহবধূকে উত্ত্যক্ত করায় যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
রাজবাড়ীতে গৃহবধূকে উত্ত্যক্ত করায় যুবক আটক

রাজবাড়ী: রাজবাড়ীতে স্বামীর সামনে গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে রবিন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের ১নং রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিন রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার রেজাউল করিমের ছেলে।

রাজবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) খান বেল্লাল হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে ওই গৃহবধূ (১৯) তার স্বামীর সঙ্গে হেঁটে জেলা শহরের ১নং রেলগেট দিয়ে রাজবাড়ী বাজারে যাচ্ছিলেন। তারা রেলগেট এলাকার হাবিব ফার্মেসির সামনে পৌঁছালে রবিন ওই গৃহবধূকে ধাক্কা দিয়ে উত্ত্যক্ত করতে থাকে।

পরে ওই গৃহবধূর স্বামী স্থানীয়দের সহযোগিতায় রবিনকে আটক করে পুলিশ দেয়।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রবিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। বিকেলে রবিনকে আদালতের মাধ্যেমে জের হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।