ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাবতলীতে পুলিশ-পরিবহন শ্রমিক সংঘর্ষ, রেকার ভ্যানে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
গাবতলীতে পুলিশ-পরিবহন শ্রমিক সংঘর্ষ, রেকার ভ্যানে আগুন রেকার ভ্যানে আগুন, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর গাবতলীতে পুলিশ-পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষে একটি পুলিশ রেকার ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুর রহমান বাংলানিউজকে তথ্যটি জানান।



মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ জানান, সকাল থেকেই ঢাকার ভেতরে বিভিন্ন গাড়ি ঢুকতে বাধা দিচ্ছিল শ্রমিকরা; পুলিশ তা প্রতিহত করতে গেলে রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

পরিবহন শ্রমিকরা পাশের ইট ভাটা থেকে ইট সংগ্রহ করে পিকেটিং করছেন। বিশেষ করে তারা পুলিশ ছাড়াও সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছেন। আশপাশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

এদিকে তাদের এই সংষর্ঘে গাবতলী-টেকনিক্যালসহ পুরো সড়কে যানজট লেগে গেছে। আটকা পড়ে আছে অ্যাম্বুলেন্সও।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসজেএস/পিএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।