মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুর রহমান বাংলানিউজকে তথ্যটি জানান।
মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ জানান, সকাল থেকেই ঢাকার ভেতরে বিভিন্ন গাড়ি ঢুকতে বাধা দিচ্ছিল শ্রমিকরা; পুলিশ তা প্রতিহত করতে গেলে রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
পরিবহন শ্রমিকরা পাশের ইট ভাটা থেকে ইট সংগ্রহ করে পিকেটিং করছেন। বিশেষ করে তারা পুলিশ ছাড়াও সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছেন। আশপাশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
এদিকে তাদের এই সংষর্ঘে গাবতলী-টেকনিক্যালসহ পুরো সড়কে যানজট লেগে গেছে। আটকা পড়ে আছে অ্যাম্বুলেন্সও।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসজেএস/পিএম/আইএ