মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় রামপুরা থানা পুলিশ।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, দুপুরে নিহতের ভাগ্নে মেহেদি হাসানের কাছ থেকে খবর পেয়ে ওই এলাকায় তার মামার বাড়িতে যায় পুলিশ।
শাহিনূর ইসলাম এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে। তার মা ও বোন আমেরিকায় বসবাস করেন। তিনি একাই বাড়িটিতে থাকতেন বলে জানান এসআই হুমায়ূন।
ময়না তদন্ত প্রতিবেদন হাতে এলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এজেডএস/এসআরএস/এএসআর