ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর মালিবাগে যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
রাজধানীর মালিবাগে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার একটি বাড়ি থেকে শাহিনূর ইসলাম (৩২) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় রামপুরা থানা পুলিশ।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, দুপুরে নিহতের ভাগ্নে মেহেদি হাসানের কাছ থেকে খবর পেয়ে ওই ‌এলাকায় তার মামার বাড়িতে যায় পুলিশ।

পরে ওই বাড়ির তিনতলার দরজা বন্ধ থাকায় ভেঙে ভেতরে ঢুকে শাহিনূর ইসলামের গলিত মরদেহ উদ্ধার করা হয়।

শাহিন‍ূর ইসলাম এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে। তার মা ও বোন আমেরিকায় বসবাস করেন। তিনি একাই বাড়িটিতে থাকতেন বলে জানান এসআই হুমায়ূন।

ময়না তদন্ত প্রতিবেদন হাতে এলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এজেডএস/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।