মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
তিনি ভারতের বেলাগড় ও বাগমারা ক্যাম্পে প্রশিক্ষণ শেষে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে ঢাকা ও পূর্বদিকে শীতলক্ষ্যা নদী এলাকায় সম্মুখসমর যুদ্ধে অংশ নেন।
বাংলাদেশ বিমানের সাবেক ওই কর্মকর্তা, মুক্তিযুদ্ধের শুরুতে অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণের দায়িত্ব পালন করতেন। তাদের বাসাতেই ভাড়া থাকতেন সুর সৈনিক আলতাফ মাহমুদ। আলতাফ পাকিস্তান সেনা বাহিনীর হাতে আটক হলে বাসা থেকে এক ট্রাঙ্ক অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (১ মার্চ) বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মাঠে তার জানাজা শেষে জুরাইন করবস্থানে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসআই/এএটি/আইএ