ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ ধরায় ১ ব্যক্তির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ ধরায় ১ ব্যক্তির কারাদণ্ড কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ ধরায় ১ ব্যক্তির কারাদণ্ড

রাঙামাটি: কাপ্তাই হ্রদে বিশেষ ফাঁদ (জাঁক) দিয়ে অবৈধভাবে মাছ ধরার দায়ে আব্দুল খালেক (৪৫) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দীন এ আদালত পরিচালনা করেন।

তিনি বাংলানিউজকে জানান, জেলা বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার আসদুজ্জামান নৌ-পথে বরকল উপজেলার সুবলং এলাকা দিয়ে যাওয়ার সময় অবৈধ মাছ শিকার করতে দেখে জেলা প্রশাসনকে জানান।

পরে বিকেল ৫টার দিকে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল খালেককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এ সময় ৭৩ কেজি মাছ ও ২৫০ হাত বেত জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ বিশ হাজার টাকা।
 
অভিযানে নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রহুল আমীন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজলুল হক, জেলা প্রশাসনের পেশকার নজরুল ইসলাম ও সহকারী পেশকার অয়ন বড়ুয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।