মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দীন এ আদালত পরিচালনা করেন।
তিনি বাংলানিউজকে জানান, জেলা বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার আসদুজ্জামান নৌ-পথে বরকল উপজেলার সুবলং এলাকা দিয়ে যাওয়ার সময় অবৈধ মাছ শিকার করতে দেখে জেলা প্রশাসনকে জানান।
এ সময় ৭৩ কেজি মাছ ও ২৫০ হাত বেত জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ বিশ হাজার টাকা।
অভিযানে নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রহুল আমীন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজলুল হক, জেলা প্রশাসনের পেশকার নজরুল ইসলাম ও সহকারী পেশকার অয়ন বড়ুয়া উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এজি/আরএ