ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে এসআই বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
উজিরপুরে এসআই বরখাস্ত

বরিশাল: বরিশালের উজিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বরিশালের পুলিশ সুপার এসএম আকতারুজ্জামান বাংলানিউজকে জানান, উজিরপুরের কার্তিক ও নরেন নামের দুই ব্যবসায়ীকে মাদক দিয়ে উৎকোচ দাবি করে এসআই জসিম উদ্দিন। সন্ধ্যায় দুই ব্যবসায়ী নিরুপায় হয়ে তার কাছে অভিযোগ করেন।

প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তিনি এসআই জসিম উদ্দিন খানকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন। তাকে বরখাস্ত করে বরিশাল পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।