মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পশ্চিম রামনগর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খুরশিদ আলম ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, খুরশিদ আলম ১৮ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দাগনভূঞা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে স্থানীয়রা রামনগর গ্রামের একটি ডোবায় খুরশিদ আলমের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এজি