আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ডিবি পুলিশের সদস্যরা হলেন, বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের সদস্য আব্দুস সালাম (৫৫) ও ইসমাইল হোসেন (৩৩)।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার বুজরুক রাজারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, দুর্বৃত্তদের আটক করতে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসএস/এএটি/এমজেএফ