মঙ্গলবার (ফেব্রুয়ারি ২৮) বিকেল ৩ টার দিকে এই ঘটনা ঘটে। মৃত মান্নার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মাইকভাঙ্গা গ্রামে।
তিনি খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রীর একটি বাসার পঞ্চম তলায় স্বামী সিরাজুল ইসলামের সঙ্গে থাকতেন। মৃত নারীর ভাগনে আব্দুল্লাহ আল শুভ জানায়, তার খালু সিরাজুল কাঠালবাগান এলাকায় একটি হাসপাতালে চাকরি করেন। এক সহকর্মীর সাথে তার খালুর অনেক দিন ধরে পরকীয়া সম্পর্ক রয়েছে। এ বিষয় নিয়ে বিভিন্ন সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগতো।
আজ সকালেও এ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। দুপুরে বাসায় কেউ না থাকায় নিজ কক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মান্না।
টের পেয়ে বাসার লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৫ টার দিকে মৃত ঘোষণা করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
এদিকে রাজধানীর পল্লবীতে অপর এক ঘটনায় বুলডোজারের ধাক্কায় সালেহ আহমেদ রতন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় রতনকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। মৃত ব্যক্তি মিরপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানান তিনি। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলা। পিতার নাম মৃত মজিবর রহমান।
এদিকে রাজধানীর দারুস সালামে অজ্ঞাত ( ৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ৩টার দিকে গাবতলী হানিফ কাউন্টার সংলগ্ন বালুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এজেডএস/আরআই