ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির কাছে পিএসসির বার্ষিক রিপোর্ট পেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
রাষ্ট্রপতির কাছে পিএসসির বার্ষিক রিপোর্ট পেশ রাষ্ট্রপতির কাছে পিএসসির বার্ষিক রিপোর্ট পেশ

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০১৬ সালের বার্ষিক রিপোর্ট পেশ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এ রিপোর্ট পেশ করেন।

 
এ সময় কমিশনের সদস্যরা ও কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন বলে  বাংলানিউজকে জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান।

 
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা রিপোর্টের বিভিন্ন দিকসহ পিএসসি’র সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

 
এসময় রাষ্ট্রপতি পিএসসি’র সাম্প্রতিক কার্যক্রম ও গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং  পরামর্শ দেন।

 

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এমআইএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।