ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে অজ্ঞাত ব্যক্তিকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
যশোরে অজ্ঞাত ব্যক্তিকে কুপিয়ে হত্যা

যশোর: যশোরে ‍এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক ভাবে তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক (৪০)।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়া‌রি) দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার ঘুরুলিয়া উত্তরপাড়ায় এঘটনা ঘটে।


খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


সদর উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাংলানিউজকে বলেন, ‘নিহতের গায়ে একটি হাফ শার্ট ও কালো রঙের প্যান্ট রয়েছে।


পুলিশ মরদেহের পাশ থেকে একটি ইয়ামাহা আরএক্স মোটরসাইকেল এবং সোনালী ব্যাংকের দুটি চেকের পাতা উদ্ধার করে।


তিনি বলেন, ‘নিহতের মাথায় ধারালো অস্ত্রের দুটি কোপের চিহ্ন রয়েছে। তিনি
ঘুরুলিয়া গ্রামের কেউ নন। গ্রামের লোকজন তাকে দেখে চিনতে পারেননি। ’

দুর্বৃত্তরা তাকে অন্য এলাকা থেকে কৌশলে এখানে এনে খুন করেছে বলে ধারণা
এই পুলিশ কর্মকর্তার।


বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
ইউজি/বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।